তিনি বলেন, আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না।
মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ দল। যদিও মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৯৯ রানে রান আউটে কাটা পড়েন শান্ত, এরপর ১০৫ রান করতেই অবিশ্বাস্যভাবে ৮ উইকেট হারায় টাইগাররা।
এমন ব্যাটিং ধসে বিস্মিত হয়েছেন তাসকিন আহমেদ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
তাসকিন বলেন, অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে।
তিনি বলেন, আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না।
তাসকিন বলেন, আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।
আগামী ৫ জুলাই সেই সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ পাবেন তাসকিনরা। সেদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে ম্যাচটিতে জিততেই হবে তাসকিনদের।