মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

এবার নির্বাচন করছি আমি: তামিম

বাংলাদেশ ক্রিকেটের সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন, ‘এবার নির্বাচন করছি আমি।’

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘দেখুন, কেউ তো আগে থেকেই বলতে পারে না যে সভাপতি হব। আমিও অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি। তবে মূল প্রশ্নটি হওয়া উচিত, আমি (বিসিবির) নির্বাচন করব কি করব না। অন্য ফোরামের কথা যদি বলি, ধরুন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কথাই। ওখানে সভাপতি পদে সরাসরি নির্বাচন করার সুযোগ আছে। কিন্তু ক্রিকেট বোর্ডে তো ব্যাপারটি এমন নয়। এখানে আগে নির্বাচন করে পরিচালক হয়ে আসতে হবে। এরপর সভাপতি পদে দুজন দাঁড়ালে পরিচালকদের ভোটে একজন নির্বাচিত হবেন। তাই প্রশ্ন যদি করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না, এটি বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি।’

বিসিবি সভাপতি হওয়া নিয়ে তামিম স্পষ্ট বলেন, আমি যদি এখনই বলি যে সভাপতি হতে চাই, সেটি বলা কতটা যৌক্তিক হবে আমি জানি না। (পরিচালক হওয়ার পর) যদি মনে হয় যথেষ্ট সমর্থন আমার আছে, তখন চিন্তা করে দেখা যেতে পারে। এই মুহূর্তে শুধু এটুকুই বলার আছে যে আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা।

তিনি আরও বলেন,  দেখুন, ক্রিকেটের যারা স্টেকহোল্ডার (অংশীদার), তারা সবাই একটি জিনিস মুখে বলেন। সেটি হচ্ছে ক্রিকেটে যেন কোনো রাজনীতি না থাকে। কিন্তু আসলে হচ্ছেটা কী? এই যে একজনের সঙ্গে আরেকজনের লেগে যাচ্ছে। একজন আরেকজনকে নিয়ে মানুষের মধ্যে বাজে ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ এই আলোচনাটা একদমই হচ্ছে না যে ক্রিকেটের জন্য কোন প্রার্থী ভালো? হ্যাঁ, ক্রিকেট বোর্ডের পরিচালক হতে আগ্রহী অনেকে। মূল ফোকাসটা থাকা উচিত এঁদের মধ্যে কে ওই পদে কতটা ভালো। অন্য আলোচনা অবশ্যই থাকবে।

তামিমের মতে, স্টেডিয়াম নয়, প্রাধান্য পাওয়া উচিত ‘এক্সিলেন্স সেন্টার’ গড়ে তোলায়। তার ভাষায়, ‘আপনার এক্সিলেন্স সেন্টার না থাকলে ১০টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই।’

এছাড়াও স্কুল ক্রিকেট নিয়ে বিসিবিকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ‘আমাদের স্কুল ক্রিকেট কাঠামো খুবই দুর্বল। বিসিবির উচিত এখানে বিনিয়োগ করা,’ বলেন তামিম।

তামিম জানান, তিনি দুটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় কাউন্সিলর হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, ‘আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। কাউন্সিলর তো আমি হবই।’

সূত্র: কালের কণ্ঠ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024