শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নারী আটক আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া! জকসুতে যে ১৬ পদে জয়ী শিবির-সমর্থিত প্রার্থীরা হাদি ভাই বলেছিলেন জিততে হবে, আমি জিতে এসেছি: শান্তা আক্তার সিডনিতে ABJA-এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখল’ ঠেকাতে একজোট ইউরোপীয় ৬ দেশ গ্রেফতার এড়াতে গিয়ে স্টিলের দরজায় মাথায় আঘাত পান মাদুরো ও তার স্ত্রী ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি

আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এরপরই তাকে ভারতীয় দালাল তকমা দিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেটঙ্গনে। তবে এই মন্তব্য নিয়ে ক্ষমা চাইবেন বলে জানিয়ে দিয়েছেন এই পরিচালক।

শুক্রবার (৯ জানুয়ারি) দেশের ক্রিকেট ভিত্তিক একটি গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন এম নাজমুল ইসলাম।

তিনি জানান, এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এভাবে হতো না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে আমি বলব আমি নিজেও তো একজন দালাল। পার্থক্য হচ্ছে আমি বাংলাদেশের দালালি করছি। এখন দালালের ইংরেজি এজেন্ট বললে মনে হয় সুন্দর শোনা যায় তাই না। বাংলা শব্দ শুনতে একটু খারাপ লাগে মনে হয়।

তামিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে এই পরিচালক বলেন, এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসেই না। কারণ, হচ্ছে আমি দেশের প্রতিফলন, দেশের মানুষের প্রতিফলন আমি মনে করছি এটাই দেশের গণমানুষের প্রতিফলন। এখানে এটা নিয়ে কোনো অন্য চিন্তা করার প্রশ্নই আসে না।

এদিকে সমালোচনার মাঝেই নতুন পোস্টে করেছেন নাজমুল। তিনি বলেন, নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছেন, মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া ‍উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন।

তিনি বলেন, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025