মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

মেহেরপুরে ২.৬১২ কেজি স্বর্ণসহ আটক ২

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের আমঝুপিতে ঢাকা হতে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২.৬১৮ কেজি ওজনের ২৫টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুর যাচ্ছে। ঐ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) ভোরে বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ৫.৩০ টায় ঢাকা হতে মেহেরপুরগামী ‘জে.আর পরিবহণ’-এর একটি বাস আমঝুপিতে পৌঁছালে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ২.৬১৮.৬৮ কেজি ওজনের ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বার ও নগদ ৫,৮০৪ টাকাসহ ২ জনকে আটক করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমুল্য ২,৬০,২৫,৮০৪/-টাকা।

আটককৃতরা ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024