শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র দুই জেনারেল এখন মোদির আশ্রয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা তদন্তে মেহেরপুরে ট্রাইব্যুনালের কর্মকর্তা ফেসবুকে ভুয়া প্রার্থী তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপাতে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার: প্রধান উপদেষ্টা

বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল শেষ মুহূর্তে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিসিবির পরিচালক পদপ্রার্থী একজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

 

বুধবার (০১ অক্টোবর) সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হন তামিম ইকবাল।

 

 

সকাল থেকেই জোর গুঞ্জন ছিল, প্রার্থিতা প্রত্যাহার করতেই সেখানে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো।

 

 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তামিম। এর আগে তিনি আসন্ন নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন।

 

 

বিসিবি নির্বাচনে পরিচালক পদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিম ছাড়াও আরও কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।

 

 

একই দিনে হেভিওয়েট প্রার্থী সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুও প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে এবারের নির্বাচনের সমীকরণ নতুনভাবে সাজতে শুরু করেছে।

 

 

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হবে। জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

 

 

ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক ৭৬ জন কাউন্সিলরের ভোটে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। সবশেষে মোট ২৫ পরিচালক মিলে ভোট দিয়ে নির্বাচিত করবেন বিসিবির সভাপতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024