সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে: অর্থ উপদেষ্টা

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা কাদের কিনারায় পড়ে গিয়েছিল সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি।

‎এসময় জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

নতুন পে-স্কেল কার্যকর করা নিয়ে অর্থ উপদেষ্টা জানান, পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, ১৫ সালের পর আগের সরকার কিছু করেনি। আমরা এসে পে কমিশন করেছি। পে কমিশন কাজ করছে। একটা রিপোর্ট দিবে। আমরা যতটুক পারি এটা বাস্তবায়নের চেষ্টা করবো। তবে প্রচুর অর্থের প্রয়োজন হবে।

এসময় তিনি উদাহরণ দিয়ে বলছিলেন, ৫০০ টাকা বাড়ানোর হলে কালকেই বাড়িয়ে দিতাম। দুই-একদিনের ব্যাপার। ৫ হাজার কোটি টাকা লাগবে। কিন্তু এখানে বড় পরিমাণের টাকা লাগবে। ৫০০-১০০০ (বাড়ালে) এ হবে না।

তিনি আরও বলেন, ওই অর্থের সংস্থান নিয়ে আমরা দেখছি। ইনশাআল্লাহ আমরা যতটুক পারি, আগামী সরকার যাতে এটা করে তার জন্য যা যা করা লাগে, আমরা করে যাবো।

Please Share This Post in Your Social Media

১০

© All rights reserved Meherpur Sangbad © 2025