শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নারী আটক আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া! জকসুতে যে ১৬ পদে জয়ী শিবির-সমর্থিত প্রার্থীরা হাদি ভাই বলেছিলেন জিততে হবে, আমি জিতে এসেছি: শান্তা আক্তার সিডনিতে ABJA-এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখল’ ঠেকাতে একজোট ইউরোপীয় ৬ দেশ গ্রেফতার এড়াতে গিয়ে স্টিলের দরজায় মাথায় আঘাত পান মাদুরো ও তার স্ত্রী ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি

আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ই-ভ্যাট সিস্টেম থেকে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আয়কর আইনে টেক্সরিটার্ন অনলাইনে দাখিলের বাধ্যবাধকতা থাকলেও ভ্যাট আইনে এটা করা হয়নি। আগামী বাজেটে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়টি বাধ্যতামূলক করা হবে।

ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লক্ষ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদানের মাধমে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়াটি উদ্বোধন করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে এনবিআর। আগে যারা কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদের আগামী মার্চের মধ্যে সেসব রিটার্নের কাগজ ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে হবে। মার্চের পর তারাও অনলাইনে ভ্যাট নিবন্ধন দিতে পারবেন। এনবিআর সব ধরনের সেবা ডিজিটালাইজেশন করার জন্য কাজ করছে।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহযোগিতার প্রয়োজন হলে করদাতাদের সংশ্লিষ্ট মুসক কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।

অনলাইন রিফান্ড সিস্টেমে করদাতা অনলাইনে তার মাসিক মুসক রিটার্নের মাধ্যমে প্রাপ্য রিফান্ডের জন্য আবেদন করার পর সংশ্লিষ্ট মুসক কমিশনারেট আবেদনটি প্রক্রিয়াকরণের পর প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যংক হিসাবে স্থানান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025