সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

রাশেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির ফিরোজ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ করা রাশেদ খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়বেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তার অনুসারীদের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

মনোনয়নপত্র ক্রয় করেছেন। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করেছি। এ আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও সদরের চারটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন ও হিজড়া ভোটার রয়েছেন পাঁচ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025