সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

হাদির কবর জিয়ারতের উদ্দেশে ঢাবির পথে তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হন।

 

 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। টিএসসি ও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’—এমন নানা স্লোগান দেন।

 

 

তারেক রহমানের আগমন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ মোতায়েন দেখা গেছে। পাশাপাশি শাহবাগমুখী সড়কেও এক স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে।

হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি থাকলেও সেখানে কোনো আহত ব্যক্তি চিকিৎসাধীন না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025