বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে। বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।’ গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি কিন্তু সবসময় বলি যে বাণিজ্য আর রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, আরও ১০ টাকা করে (কেজিতে) বেশি লাগবে। আমি যদি ভারত থেকে চাল প্রতিযোগিতামূলক দামে পাই তাহলে অন্যখান থেকে আনব না।
ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এখন মোটামুটি অবস্থায় রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বৈদেশিক বিষয়ে তো রেটরিক্স (বাগাড়ম্বর) অনেক বেশি হয়। রাজনীতিবিদরা এমন রেটরিক্স করে। রাজনীতিবিদরা কথা বলে বাসায় গিয়ে বলেন, যা বলছি বলার জন্য বলছি। তো সে রকম রেটরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি সম্পর্ক খুব একটা খারাপের দিকে যাবে না। আমরা চেষ্টা করছি।
অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য কী কাজ করছে- এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সম্পর্কটায় কাজ হচ্ছে। কয়েক দিন পর জানতে পারবেন। ভারতের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা অবহিত আছেন। এত বিস্তারিত বলা যাবে না। আমি নিজে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি’। দেশে ভারতবিরোধী প্রচার সম্পর্কে উপদেষ্টা বলেন, এগুলো যারা বলছে তারা আমাদের জন্য (সম্পর্ক) জটিল করে ফেলছে। এগুলো তো আমাদের জাতীয় মনোভাব না। এটি বন্ধ করার জন্য সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবই কি বন্ধ করা যায়? একজন দাঁড়িয়ে বলে দিল, সেটাকে আপনি কীভাবে থামাবেন।