মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
আ-গুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে এবার আরেক কনটেন্ট ক্রিয়েটর দ-গ্ধ হাসিনার সঙ্গে ভারতীয়রাও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী একটি ফ্যান ও দুটি বাতির বিদ্যুৎ বিল ৩লক্ষ ৫৫ হাজার টাকা! তারেক রহমানকে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার তাহাজ্জুদের নামাজের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মাদরাসাছাত্র অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন।

 

 

শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

এ সময় তিনি বলেন, এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি না। তারপরও যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সম্মিলিতভাবে পালন করবো। ভুল ত্রুটি হলে দায় আমার। যে ভার বইতে পারবো না এ ভার যেন মহান আল্লাহ না দেন। ভুলের কারণে ঘৃণা করবেন না। সমালোচনা করে সোজা করবেন।

 

 

দেশ ও জণগণের স্বার্থে কাজ করবেন উল্লেখ করে তিনি বলেন, দলীয় কোনও কারণে দেশের জণগণ কষ্ট না পায়। দুনীতি আর দুঃশানের কারণে দেশের অগ্রগতি থেমে গেছিলো। দীর্ঘ ১৬ বছর দুঃসময় পার করেছে জাতি, সবাই মজলুম ছিলো। কারাগার ছিলো প্রথম বাসস্থান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই কারাবরন করেছেন।

 

 

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমীর নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

 

 

চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। শুরুতে জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং পরবর্তীতে সিলেট শহর, জেলা ও মহানগর আমীরের দায়িত্ব পালন করেন।

 

 

গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে এর আগে টানা তিনবার আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

 

 

গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমীর নির্বাচন করা হয়। নির্বাচিত আমীরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025