শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
যেসব আসনে প্রার্থী দিচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন ইস্যুতে নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির জামায়াতের জোট থেকে বেরিয়ে যাচ্ছে চরমোনাই সেনা প্রত্যাহার সমাধান নয়, প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল চরমোনাইয়ের জন্য এক ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামায়াত! নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, কোন দল কত পেল?

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অগণিত মসজিদ-মাদ্রাসা, আলেম-উলামা থাকা সত্ত্বেও কেন এত অন্যায়–দুর্নীতি, চুরি এবং অর্থপাচার হচ্ছে। তিনি বলেন, একটা মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায়, সেই আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় হারিয়ে যায়— আমি বুঝি না।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ধর্ম ও নৈতিকতা সমাজে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায়—এ নিয়ে দেশে আরও গভীর গবেষণা, আলোচনা ও উদ্যোগ জরুরি। ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে তিনি জানান, সেখানকার উলামা পরিষদকে বাদ দিয়ে কোনো সরকারই বড় সিদ্ধান্ত নেয় না; বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো নেই।

বিএনপিকে ‘উদারপন্থি গণতান্ত্রিক দল’ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে কোনো শ্রেণি বা ধর্মের অধিকারই প্রতিষ্ঠা পায় না। গত ১৫–১৬ বছরে শেখ হাসিনা সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ও ধর্ম পালনের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, কিছু আলেম-ওলামা শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছেন—যা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি করে। তার অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অযোগ্য নিয়োগের ফলে এসব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে।

ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, প্রতিদিন খবরের কাগজে নানা অপকর্মের সংবাদ আসে; নৈতিক শিক্ষা শক্তিশালী করা গেলে হত্যা, রাহাজানি ও অপরাধ অনেক কমে আসত। নৈতিকতা আসে পরিবার, শিক্ষক, স্কুল ও মাদ্রাসা থেকে— এগুলোকে শক্তিশালী করাই হবে অগ্রাধিকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025