শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে যাচ্ছেন। আগামীকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে তার চট্টগ্রাম নগরের চকবাজার থানায় অবস্থিত চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে পৌঁছানোর কথা রয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আমিরের এই সফর ঘিরে চট্টগ্রাম জামায়াতের বিভিন্ন ইউনিটে জোর প্রস্তুতি চলছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর চট্টগ্রামের কর্মসূচিতে সরাসরি উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং নির্বাচন-কেন্দ্রিক কৌশল নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, রাজনৈতিক সমঝোতা এবং বৃহত্তর ইসলামি রাজনীতির কৌশলগত অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন জানিয়েছেন, ডা. শফিকুর রহমান শনিবার বিকেলে চট্টগ্রামে পৌঁছে প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনিতে আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশ নেবেন। এরপর সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025