বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

চরম ক্ষুব্ধ বিএনপি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে উপায়-সম্পর্কিত যেসব সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশন জমা দিয়েছে তাতে চরম ক্ষুব্ধ বিএনপি। দলের নীতিনির্ধারণী মহলের সদস্যরা বলেছেন, এটি ঐক্যের বদলে জাতীয় অনৈক্য তৈরির চেষ্টা বলেই মনে হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সুপারিশের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে।

দলের স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐকমত্য কমিশনের গণভোটের প্রস্তাব অবান্তর। এ প্রস্তাব কমিশনের হতে পারে। বিএনপি একমত নয়। আমাদের অবস্থান হলো গণভোট এবং নির্বাচন একই দিনে দুটি আলাদা ব্যালটের মাধ্যমে হবে। নতুন করে জুলাই সনদ সামনে আনার সুযোগ নেই। এ নিয়ে আলাপ-আলোচনারও সুযোগ নেই। নির্বাচনের দিন দুটি আলাদা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটি বিএনপির প্রথম দিন থেকেই অবস্থান, যা এখনো অপরিবর্তিত। ভবিষ্যতেও পরিবর্তন হবে না।’

গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দলের সাক্ষাৎ ও বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রতিক্রিয়া জানান।

এ দিকে একই দিন বিকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর কমিশনের সুপারিশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। কমিশনকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? অবশেষে তারা তাদের প্রক্রিয়া বা কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন।

তিনি বলেন, দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি- তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয়, যা কিছু প্রস্তাব ওখানে দেওয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন, তাহলে দেখবেন আমরা যে জুলাই জাতীয় সনদ সই করেছি, সেই সনদ-বহির্ভূত অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে।

সালাহউদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদে সম্ভবত ৮৪টি দফা। বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অব ডিসেন্ট আছে। পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে- নোট অব ডিসেন্টের বিষয়গুলো যে রাজনৈতিক দলগুলো দিয়েছে, তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেটপ্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে সেটা বাস্তবায়ন করতে পারবে। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেওয়া হলো সুপারিশমালার সঙ্গে, সেখানে এই নোট অব ডিসেন্টের উল্লেখ নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025