শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ সুনাম ও স্বচ্ছতার সঙ্গে তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। এ ব্যাপারে তাঁর গবেষণা এবং তাঁর সুপারিশ আগামীতে যদি দেশ এবং সরকার বিবেচনায় নেয়, তাহলে জাতি উপকৃত হবে বলে আমরা মনে করি।

 

 

ডা. শফিকুর রহমান বলেন, আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তা’য়ালা তাঁর প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তা’য়ালা তাঁদেরকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025