মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে জিএস পদ থেকে কেন সরে দাঁড়ালেন, জানালেন মাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ ঘোষণা দেন।

এর আগে ১৮ আগস্ট ডাকসু নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে তার স্ব-পদ ও দায়িত্ব থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এ বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাহিন সরকার বলেন, ‘আমার প্যানেলের বাকী সবার সাথে আলোচনা করেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব এলে তারা শিক্ষার্থীদের অধিক দায়বদ্ধতার সাথে প্রতিনিধিত্ব করবেন। সেই কারণেই আমি আবু বাকের মজুমদারকে সমর্থন করছি।’

তিনি আরো বলেন, ‘আমার প্যানেলের অন্য প্রার্থীরা যথাস্থানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমি আহ্বান জানাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা জিএস পদে আবু বাকের মজুমদারকে বিজয়ী করুন।’

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার মাহিন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে এই ঐক্য আরও শক্তিশালী আন্দোলনের পথ প্রশস্ত করবে। আমরা আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025