মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। গত বছর এই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার।
এছাড়া ৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৫০ লাখ ডলার, যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।