মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

সেপ্টেম্বরের শুরুতেই রেমিট্যান্সের পালে সুবাতাস

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যা প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। গত বছর এই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার।

এছাড়া ৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৫০ লাখ ডলার, যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য-সমাপ্ত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার। আর জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025