রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। একইসঙ্গে তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয়নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে পৌঁছালে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা ছিল পূর্বপরিকল্পিত। তারা বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।’
এসময় বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপা গাছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।