বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

ডাকসু নির্বাচন: আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেস্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব শুনানি শেষে এই আদেশ দেন।

তিনি জানান, পূর্ণাঙ্গ বেঞ্চের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতের আদেশ কার্যকর থাকবে না। ফলে আপাতত ডাকসু নির্বাচনের কার্যক্রম চালাতে কোনো আইনি বাধা নেই।

এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণির  নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করার আদেশ দেন।

তবে সেই আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আবেদন করলে, একইদিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন এবং আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির জানান, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ সিএমপি (সিভিল মিসলেনিয়াস পিটিশন) হিসেবে গ্রহণ করেছে এবং পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন, প্রচারণা ও ক্যাম্পেইনে কোনো আইনি বাধা নেই।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে স্বাধীনতার পর মাত্র সাতবার এই নির্বাচন হয়েছে। সর্বশেষ ভোটগ্রহণ হয়েছিল ২০১৯ সালে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তবে দীর্ঘদিন ধরেই নির্বাচন নিয়ে আইনি জটিলতা, অনিয়ম ও রাজনৈতিক উত্তেজনা লেগে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025