বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
তিনি জানান, পূর্ণাঙ্গ বেঞ্চের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া নির্বাচন স্থগিতের আদেশ কার্যকর থাকবে না। ফলে আপাতত ডাকসু নির্বাচনের কার্যক্রম চালাতে কোনো আইনি বাধা নেই।
এর আগে, সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করার আদেশ দেন।
তবে সেই আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আবেদন করলে, একইদিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন এবং আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে স্বাধীনতার পর মাত্র সাতবার এই নির্বাচন হয়েছে। সর্বশেষ ভোটগ্রহণ হয়েছিল ২০১৯ সালে।
উল্লেখ্য, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তবে দীর্ঘদিন ধরেই নির্বাচন নিয়ে আইনি জটিলতা, অনিয়ম ও রাজনৈতিক উত্তেজনা লেগে রয়েছে।