বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
আইটি খাতের বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় এই কোর্সগুলো পরিচালনা করছে আইডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোর্স শেষ করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন।
কোর্স ও সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এই প্রোগ্রাম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫