বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ৩৫ ব্যক্তি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দায় হতে অব্যাহতি দেবে সরকার। ইতিমধ্যে ৩৫ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সরকারের প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, সিআরপিসি ১৭৩-এ অনুযায়ী সার্বমোট ৩৫ জনের অব্যাহতির জন্য তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ৩৫ জনের মধ্যে ঢাকা জেলার ৪ জন, আরএমপির ৮ জন, ডিএমপির ৪ জন, গাজীপুর জেলার ১ জন, কুড়িগ্রাম জেলার ১৮ জন আসামি রয়েছেন।

তিনি আরো জানান, এই প্রক্রিয়া আরো ১১৬টি অভিযোগ প্রক্রিয়াধীন। এর মধ্যে ডিএমপিতে ১০৩ জন ও গাজীপুরে ১ জন,  ঠাকুরগাঁওয়ে ৩ জন এবং ঢাকা জেলায় ৯ জনের বিষয়ে রিপোর্ট দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025