রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় অংশ নিতে যাচ্ছে।
আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
বিশ্বস্ত দলীয় সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।