রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেলে যমুনায় যাবে জামায়াতের প্রতিনিধি দল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় অংশ নিতে যাচ্ছে।

আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

বিশ্বস্ত দলীয় সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ৩১ আগস্ট (রোববার) যমুনায় প্রথমে বিকেল ৩টায় বিএনপি, এরপর সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025