রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

জাপাকে বিরোধী দল বানানোর চেষ্টা করছে ডিজিএফআই: রাশেদ খান

আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর জন্য চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার রাজধানীর বিজয় নগর গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ডিজিএফআইয়ের চক্রান্তের ধারাবাহিকতায় জাতীয় পার্টি মিছিল করছে, মিটিং করছে। আমাদের উপর হামলা করেছে।

দলটির সভাপতি নুরুল হককে সেনাবাহিনীর বুট জুতা দিয়ে পাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল ঠিক এখানে যখন আমরা সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছিলাম ঠিক তার আগ মুহুর্তে আমাদের উপর হামলা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে আমাদের উপর হামলা করেছে। এতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আর আমাদের সভাপতিকে কিভাবে নির্মমভাবে পুলিশ – সেনাবাহিনী পিটিয়েছে এবং সেনাবাহিনী বুট দিয়ে তাকে পাড়িয়েছে সেটি আপনারা ভিডিওতে দেখেছেন। আমাদের কী অন্যায়?

এছাড়া ১৪ দলের কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা ২০১৮ সাল থেকেই লড়াই – সংগ্রাম করে আসছি। আমরা বার বার বলে আসছি, রাষ্ট্র সংস্কার করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। একইসাথে আমরা এই দাবিও করছি বাংলাদেশে আওয়ামীলীগ- জাতীয় পার্টিসহ ১৪ দলের কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।

বিক্ষোভ ও সংহতি সমাবেশে নুরুল হকের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, নুরুল হক নুর এখনও শঙ্কামুক্ত নন। তিনি এখনও আইসিইউতে ভর্তি আছেন।

বিক্ষোভ ও সংহতি সমাবেশটিতে জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025