রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যারা অপকর্মের সাথে জড়িত, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি নতুন সদস্য ফরম নবায়নের উদ্বোধন করেন।
শামা ওবায়েদ স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেক ওয়ার্ডে সদস্য ফরম নিয়ে যান।
যারা গত ১৭ বছর দলে বেইমানি করেননি, আন্দোলনে ছিলেন, নির্যাতিত হয়েছেন— তাদের সদস্য পদ আগে নবায়ন করতে হবে।
তিনি অভিযোগ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ ভোটাধিকার ধ্বংস করেছে। মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন চলবে, যতদিন না মানুষ ব্যালটে ভোট দিতে পারে।
ধর্মীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমার পিতা কে এম ওবায়দুর রহমান কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখেছেন। আমরা সবাই নগরকান্দা-সালথার মানুষ, এটাই আমাদের পরিচয়।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এ দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সভায় রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাম বেপারীসহ স্থানীয় নেতারা।
শামা ওবায়েদ তাঁর প্রয়াত পিতা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের অবদান স্মরণ করে বলেন, তিনি প্রথম দক্ষিণবঙ্গে ধানের শীষের বীজ বপন করেছিলেন। সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। আমিও আমার জীবনের বাকি সময় এলাকার মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।