সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংক গত তিন দিনে দু’টি পৃথক নিলামে মোট ৪৮.৪ কোটি ডলার কিনেছে। প্রতি ডলারের মূল্য ১২১.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে গতকাল (১৫ জুলাই) ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সায় কেনা হয়।

গত সোমবার ডলার বেচাকেনা হয় যথাক্রমে ১২০ দশমিক ১০ টাকা ও ১১৯ টাকা ৫০ পয়সায়। এদিন ডলারের গড় দাম ছিল ১২১ দশমিক ১১ টাকা।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রয়কৃত ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ করা হবে।

সূত্র : বাসস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025