এ টি এম আজহার বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবেই জড়িত সরকারকে জানাতে চাই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সদ্য মুক্তি পাওয়া নেতা এ টি এম আজহারুল ইসলামকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তাকে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।
আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জে এক সমাবেশ থেকে প্রার্থিতা ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম।
তারাগঞ্জে এক অনুষ্ঠানে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারাই আজ পালিয়েছে।
তাদের ঠিকানা অন্যখানে, একটু শব্দ হলেই তারা সেখানে পালিয়ে যায়। যাদের ঠিকানা অন্যখানে তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোনো উপকার সম্ভব নয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জে জামায়াতে ইসলামীর শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ টি এম আজহার এসব কথা বলেন। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জের) মানুষের খেদমত করতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট চান তিনি।
এ টি এম আজহার বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবেই জড়িত সরকারকে জানাতে চাই তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, আজ আমি মুক্ত ও স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আল্লাহর কসম সে অপরাধী আমি সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে।