শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া! জকসুতে যে ১৬ পদে জয়ী শিবির-সমর্থিত প্রার্থীরা হাদি ভাই বলেছিলেন জিততে হবে, আমি জিতে এসেছি: শান্তা আক্তার সিডনিতে ABJA-এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখল’ ঠেকাতে একজোট ইউরোপীয় ৬ দেশ গ্রেফতার এড়াতে গিয়ে স্টিলের দরজায় মাথায় আঘাত পান মাদুরো ও তার স্ত্রী ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি ভিপিতে ছাত্রদল এবং জিএস-এজিএসে এগিয়ে শিবির

ঘরের মাঠেও অনার্স বোর্ড চান মিরাজ

ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডস ছাড়াও পৃথিবীর অনেক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে অনার্স বোর্ডের প্রচলন। তবে বাংলাদেশের কোনো মাঠে এমনটা এখনো করা হয়নি। ঘরের মাঠে এমন বিশেষ কিছু দেখতে চান মেহেদি হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এরপর দিন শেষে টাইগার অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশেও থাকা উচিত অনার্স বোর্ডের মত কিছু। তাহলে ক্রিকেটাররা নিজেদের অর্জনে আরও উৎসাহ পাবেন।

 

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা বেশি ছিল না।

চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট পেতে হলে অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে। ’ 

‘একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি।

যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত। যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন। ’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025