শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :

সিডনিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান,শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উম্মোচন।

সিডনি অফিসঃ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান,শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উম্মোচন। ১৪ই ডিসেম্বর ২০২৫ রবিবার সিডনির লাকেম্বাস্থ গ্রামীন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা এবং সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছানের পরিচালনায় আলোচক হিসাবে বক্তব্যে রাখেন বইয়ের লেখক বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ,শিক্ষাবিদ ড.হুমায়ের চৌধুরী রানা, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু,বিএনপির উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর,নগর পরিকল্পনাবিদ ও গবেষক ডক্টর ফয়সাল কবির শুভ,জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিন, আইনজীবি উপল আমিন,বিএনপির সহসভাপতি এডভোকেট মোবারক হোসেন,ডাঃআব্দুল ওহাব বকুল,অধ্যাপক মাসুদ পারভেজ রানা,শোক প্রস্তাব করেন সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, আরো উপস্থিত ছিলেন সহসভাপতি বেলাল হোসেন ঢালী,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, এসএম খালেদ, নিউসাউথওয়েলসের সভাপতি মোহাম্মদ ইরফান খান,মোহাম্মদ কুদ্দুসুর রহমান,তাসলিমা কবির,সাংবাদিক মাসুম বিল্লাল,মোহাম্মদ খালিদ হোসাইন,এডভোকেট মুমিন আহম্মেদ,লিন্টাস পেরেরা,ইন্জিনিয়ার রায়হান হাসনাত,অসিত গোমেজ,মোহাম্মদ নাসির আহম্মেদ,মাহমুদুল হক দুলাল, সূধন যোসেফ ক্রুশ,মোহাম্মদ বাবুল খন্দকার,তোফাজ্জল হোসেন,রেহানা ইয়াসমিন,গোলাম রাব্বী শুভ্র, নূর মোহাম্মদ মাসুম, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিডনিতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন। বক্তারা প্রবাসে গত ১৭ বছরে আন্দোলনে তারেক রহমানের ভূমিকা নিয়ে লিখিত বইয়ের প্রসংশা করেন এবং ভবিষৎ এটি দলিল হিসাবে পরবর্তী প্রজন্ম মনে রাখবে যে প্রবাসে বসে অনলাইনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আন্দোলনে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্টকে হঠানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025