শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
মোহাম্মাদ আবদুল মতিন: গত প্রায় এক শতাব্দী ধরে যে স্থানে আল্লাহর একত্ববাদের পরিবর্তে শিরকের চর্চা হতো।
এখন সেই চার্চ ক্রয় করে সিডনির লাকেম্বা স্ট্রিটে নতুন রূপে গড়ে তোলা হচ্ছে ‘মসজিদ ঈসা ইবন মরিয়ম’।
মসজিদ নির্মাণের মাধ্যমে তাওহীদের পতাকা উজ্জীবিত হবে ইনশা আল্লাহ।
আপনার দানই হতে পারে এই মহান উদ্যোগের ভিত্তি,
হতে পারে কারও নামাজ, কুরআন শিক্ষা ও ঈমানের পথে ফিরে আসার কারণ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন।”
(সহীহ বুখারি ও মুসলিম)। এই কাজকে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করা হয় যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে।
আর রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন:
“যে ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।”
(সহীহ বুখারি)
আসুন, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে দান করি এবং একসাথে গড়ে তুলি এই পবিত্র মসজিদ।
🔗 দান করুন এখনই: www.masjidisa.au/donate
মহান আল্লাহ তায়ালা আমাদের সকল নেক আমল এবং দান কবুল করুন। আমিন