শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর শিবির সভাপতির প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষ তিন পদেই জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান জয় পেয়েছেন।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এমন জয়ের পর ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারা দেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।

পরিশেষে জাহিদুল ইসলাম আরও লেখেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025