শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

লালমাইয়ে ডাকাতি: গ্রেপ্তার ৫

Screenshot

কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিম পাড়ায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাসিন্দা রাসেল মামুন (৩২), তার ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) এবং আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব হিসেবে পরিচিতি দিয়েছে এবং এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছে। অন্যদিকে, ইয়াকুব হোসাইনও বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে পোস্টারিং করেছে। তবে, এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কথা হলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব যুবকরা দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে। এর পাশাপাশি, তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024