বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

জিএম কাদের বাংলাদেশে রাজনীতি করে কী করে, প্রশ্ন রিজভীর

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, তাদের (ভারতের) অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কী করে?

রোববার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে রাজধানীর ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নুরুল হক নুরের ওপরে আক্রমণটা আমার কাছে মনে হয়েছে পূর্ব পরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে একেবারে মেরে ফেলা। ৫ আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে।

জাতীয় পার্টির নিষিদ্ধের একটা দাবি উঠেছে আপনার অভিমত কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে। ফাসিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে।

নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বাহির দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025