মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গা ট্রেনের লাগেজ ভ্যানে সবজি পরিবহনের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বিভিন্ন রুটে চলাচলকারী আন্ত:নগর ট্রেনের সাথে সংযুক্ত লাগেজ ভ্যানে সবজি পরিবহনের কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে চুয়াডাঙ্গা কৃষক জোটের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা কৃষক জোটের আয়োজনে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক জোট চুয়াডাঙ্গার কৃষকদের কমখরচে সবজি পরিবহনের জন্য ট্রেনের সাথে একটি লাগেজ ভ্যান সংযুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছিল। সেই দাবির প্রেক্ষিতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ রেলওয়ে লাগেজ ভ্যান যুক্ত করেছে। শুধু চুয়াডাঙ্গা না পশ্চিমাঅঞ্চলের সবগুলো জেলায় আন্ত:নগর ট্রেনে যুক্ত হয়েছে একটি করে এসি লাগেজ ভ্যান। যেখানে কৃষকরা কম খরচে চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন জায়গায় সবজি পরিবহন করতে পারবে। কিন্তু দু:খজনক ব্যাপার হলো সেই লাগেজ ভ্যান কি করে চলবে, ভাড়া কত হবে তার কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা পায়নি। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাষ্টারের সাথে যোগাযোগ করে কোন সঠিক উত্তর পায়নি। রেলওয়ের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হলে তারা বলেছেন সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারদের নির্দেশনা দেওয়া আছে। কিস্তু স্টেশন মাষ্টারের সাথে বারবার যোগাযোগ করেও তার কাছ থেকে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না সে কারনে আজকের এ মানবন্ধন।

এসময় কৃষকরা তাদের ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো- অল্প খরচে কৃষকের ফল-ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সাথে সংযুক্ত লাগেজ ভ্যানের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারনার ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কি কি মালামাল পরিবহন করা যায় মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমান নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিলবোর্ডের মাধ্যমে স্টেশনের ভিতরে ও বাইরে প্রদর্শন করা এবং কৃষকরা যাতে মাঠ বা বাড়ি থেকে মালামাল বুকিং ক্যান্সেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ের ষ্টেশন মাষ্টার মিজানুর রহমান জানান, ‘কৃষকরা আমার কাছে এসেছিল আমি তাদেরকে বলেছি মালামাল স্টেশনে নিয়ে আসলে ব্যবস্থা গ্রহন করা কবে।‘

লাগেজ ভ্যান যুক্ত হওয়া পর জেলাব্যাপী কোন প্রচার প্রচারনা করা হয়েছে কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত  প্রচার-প্রচারনামূলক কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাসসহ জেলার কৃষক-কৃষানীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024