শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটে। এসময় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন।

শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, শনিবার দলীয় কর্মসূচীকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন।

এসময় তালিকায় নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহ সভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতে মারধর করে। এসময় ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে আজাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025