শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহত এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মুজিবনগরে দাড়িপাল্লার পক্ষে নারী প্রচারণায় বাধা, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের নানা সংকটেও মানুষের আস্থা বিএনপিতে: আমীর খসরু পে স্কেলের দাবিতে এমপিও শিক্ষকদের কর্মসূচি ঘোষণা কাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে: পরিকল্পনা উপদেষ্টা ভারতে আইআইটি মাদ্রাজের পরিচালক গোমূত্র-গোবর গবেষণার জন্য পাচ্ছেন ‘পদ্মশ্রী’

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে।

আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের আশিক ও অনিক নামের দুই বিএনপি নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভেঙে দেয়।

‎মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

‎এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সুত্র: আমারদেশ

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025