শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নারী আটক আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীকে অযোগ্য ঘোষণা মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া! জকসুতে যে ১৬ পদে জয়ী শিবির-সমর্থিত প্রার্থীরা হাদি ভাই বলেছিলেন জিততে হবে, আমি জিতে এসেছি: শান্তা আক্তার সিডনিতে ABJA-এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা ট্রাম্পের ‘গ্রিনল্যান্ড দখল’ ঠেকাতে একজোট ইউরোপীয় ৬ দেশ গ্রেফতার এড়াতে গিয়ে স্টিলের দরজায় মাথায় আঘাত পান মাদুরো ও তার স্ত্রী ভারতীয় সংবাদমাধ্যমের দাবি নাকচ করে ‘অসত্য’ বলল বিসিবি

কানে ডিভাইস লাগিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, নারী আটক

পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অপরাধে এক নারী (৩২) পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নারী পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের দফাদারপাড়া এলাকার বাসিন্দা।

জেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ২০টি কেন্দ্রে একযোগে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ড. আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হলে পাশের এক পরীক্ষার্থী বিষয়টি কক্ষ পরিদর্শককে জানান। পরে কক্ষ পরিদর্শক তল্লাশি চালিয়ে তার কান থেকে একটি সূক্ষ্ম ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করে পুলিশের সহযোগিতায় কেন্দ্র সচিবের কক্ষে নেওয়া হয়। পরবর্তীতে তাকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে সোপর্দ করা হয়।

জেলা প্রশাসক ও নিয়োগ পরীক্ষার সভাপতি কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ওই নারী পরীক্ষার্থী তার স্বামীর সহযোগিতায় কানে ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন। হাতেনাতে ধরার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া জেলার অন্য সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় ১৭১টি পদের বিপরীতে ২০টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮১০ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ হাজার ৭৮১ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৯ জন। উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ২৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025