শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

পুলিশের পোশাক পরে স্ত্রীর টিকটক, স্বামী প্রত্যাহার

পুলিশ সদস্যের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন। আদেশের পর কনস্টেবল সাইফুজ্জামানকে আরএমপি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী তার স্বামীর পুলিশ ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও জানান, কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ওই কনস্টেবলকে সাময়িকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025