মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আল্টিমেটাম দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল ও বিএনপিপন্থি শিক্ষকরা ক্ষেপে গেছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা কেউ ক্যাম্পাসে ঢুকলে জোহা চত্বরে বেঁধে রাখার আল্টিমেটাম দেওয়ার পরই ছাত্রদল ও বিএনপিপন্থিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তার ভাষায়, ছাত্রদল ও ছাত্রলীগ একই সুরে বিবৃতি দিয়েছে এবং বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক উপাচার্যের কাছে অভিযোগ করেছেন যে তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন।

পোস্টে তিনি আরও বলেন, ছাত্রদলের আহ্বায়ক উপাচার্যের চেয়ার পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিলেও সে বিষয়ে বিএনপিপন্থিদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। দীর্ঘদিন ক্যাম্পাসে অবস্থান করা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে কড়া ভাষায় তিনি বলেন, ক্যাম্পাসে বোঝা হয়ে থাকার দিন শেষ, রাকসুর আশপাশেও তাদের দেখতে চান না তিনি।
রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নিজের দায়িত্ব পালন করছেন দাবি করে সালাহউদ্দিন আম্মার বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে তারা কাজ করবেন এবং সাহস থাকলে প্রতিপক্ষদের সামনে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ফেসবুক পোস্টে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেওয়া, কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার হুঁশিয়ারি দেন রাকসু জিএস। এসব ঘটনার প্রেক্ষাপটে চলমান আন্দোলনের মধ্যে রোববার (২১ ডিসেম্বর) রাতে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025