বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে’ ৩০ সেকেন্ডের এক বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিন। এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হাজী জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে হাজী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়, আমাকে যদি ফাঁকি দেন ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনারা ওয়াদা করতে হবে যে..’ তখনই ভিডিওটি শেষ হয়।

গত বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। এসময় তিনি এই বিতর্কিত বক্তব্য দিয়েছেন।

ভাইরাল ওই বক্তব্যের বিষয়ে জসীম উদ্দিন আমার দেশকে বলেন, আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছি আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। আপনারা যদি কেউ এই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আল্লাহ প্রদত্ত গজব হবে। আমি দীর্ঘ ২৮ মিনিট বক্তব্য দিয়েছি। দীর্ঘ এ বক্তব্যে নেতাকর্মীদের বলেছি দলের সঙ্গে বেঈমানি করলে গজব হবে। এটা কাটছাট করে আমার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বক্তব্যটি আমি এখনও দেখিনি। তিনি যদি এমন কথা বলে থাকেন তবে এই বক্তব্য বিএনপি সমর্থন করে না। সংগঠন বিরোধী কোনো কথা হলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025