বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ ও রূপার দামে বড় পতন, জানা গেলো কারণ

মাসের পর মাস দাম বেড়ে রেকর্ড গড়ার পর হঠাৎ করেই নেমে এসেছে স্বর্ণ ও রূপার দাম। ২০২৫ সালের শুরু থেকে এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগকারীরা বিপুল মুনাফা পেলেও গত এক সপ্তাহের মধ্যে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে—এবার তবে কি ঝুঁকি কাটিয়ে উঠছে বাজার?

গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। আর চলতি বছরে (ইয়ার-টু-ডেট) ৬০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, রূপা বেড়েছে ৬২ দশমিক ৬ শতাংশ এবং ২০২৫ সালে এখন পর্যন্ত ৭৮ দশমিক ৪ শতাংশ দাম বেড়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রয়টার্স জানিয়েছে, এক দিনে স্বর্নের দাম কমেছে ২ শতাংশ আর রূপা ৫ শতাংশ।

কেন হঠাৎ এই পতন?

১. চীনের শাংহাই এক্সচেঞ্জে মার্জিন রেট বাড়ানো

স্বর্ণ ও রূপার দাম কমার অন্যতম বড় কারণ চীনের শাংহাই এক্সচেঞ্জে মার্জিন রেট বাড়ানো। এর ফলে এশিয়ার বাজারে হঠাৎ করেই বিক্রির চাপ তৈরি হয়, যা পরে ছড়িয়ে পড়ে বৈশ্বিক বাজারে।

২. সরবরাহ সংকট ও বাজারে টানাপোড়েন

রূপার ক্ষেত্রে সরবরাহের ঘাটতি এখনো কাটেনি। এর ফলে দীর্ঘমেয়াদে দাম বাড়তে পারে এমন ধারণা থাকলেও, স্বল্পমেয়াদি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি করছেন।

৩. যুক্তরাষ্ট্র-চীন ভূরাজনৈতিক টানাপোড়েন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা। গুঞ্জন উঠেছিল, চীন মার্কিন ট্রেজারি বন্ড থেকে মুখ ফিরিয়ে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে গ্রহণ করছে, যা ডলারের দাম ও সুদের হারে প্রভাব ফেলতে পারে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025