শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’! ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী চাকসুর ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয় মেহেরপুরে সাবেক পৌর বিএনপি সভাপতির নেতৃত্বে গণসংযোগ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না: আইন উপদেষ্টা আমার জানামতে, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

ভিক্ষুকের ঘর থেকে মিললো দুই বস্তা টাকা

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে ভিক্ষুক ‘সালেকা পাগলী’র ঘর থেকে মিলেছে দুই বস্তা টাকা। তিনি মৃত আব্দুস ছালামের স্ত্রী, যার নাম সালেকা বেগম। যাকে সবাই ‘সালেকা পাগলী’ নামে চিনতেন। তিনি দীর্ঘদিন ধরে পৌর এলাকার ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে একা বসবাস করতেন। ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করতেন এবং প্রাপ্ত অর্থ নিজ কক্ষে সঞ্চয় করে রাখতেন।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান, সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খুলে দেখলে এর ভেতর থেকে দুই বস্তা ভর্তি টাকা পাওয়া যায়। বিভিন্ন মূল্যের নোট—এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও শত টাকার নোটে ভর্তি ছিল বস্তাগুলো।

স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই ছিল ওই বস্তাগুলোতে। নিরাপদ জায়গা না থাকায় সালেকা পাগলী ঘরের কোণে বস্তায় ভরে সেই টাকা সংরক্ষণ করেছিলেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, বস্তার ভিতরে বিপুল পরিমাণ টাকা রয়েছে। এখনো সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা টাকা গণনা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025