রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সালমান–আনিসুল সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক সৌদির এফ-৩৫ কেনা মধ্যপ্রাচ্যে কি প্রভাব ফেলবে? পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২২ হাজার প্রবাসীর নিবন্ধন জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুর দিল্লিকে চিঠির পরই বিচলিত কামাল, ভারত ছাড়ার বিষয়ে ফোনালাপ ফাঁস পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার যেকোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

এবার বিশ্বমানের উচ্চশিক্ষা সূচকে বড় অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০ ধাপ এগিয়ে ৮০১–১০০০ এর মধ্যে অবস্থান করেছে। গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০ রেঞ্জে।

বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের মধ্যে ঢাবি যৌথভাবে সর্বোচ্চ স্থানে অবস্থান ধরে রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন মূল সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি। গবেষণার পরিবেশ সূচকে ৩ পয়েন্ট বৃদ্ধি (১০.৩ → ১৩.৩) গবেষণার মান সূচকে ৯.৩ পয়েন্ট বৃদ্ধি (৬৭.২ → ৭৬.৫), শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে ১১.৮ পয়েন্ট বৃদ্ধি (২১.৪ → ৩৩.২), শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫, শিক্ষা, গবেষণার মান, শিল্পক্ষেত্রের সহযোগিতা ও আন্তর্জাতিকীকরণের এই সম্মিলিত উন্নতির ফলেই ঢাবির অবস্থান আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাঙ্কিং উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সার্বিক দিকনির্দেশনায় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। কমিটিতে আরো রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামালসহ আরো অনেকে।

এই কমিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং শিক্ষার মানোন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে বলে জানা গেছে।

র‌্যাঙ্কিংয়ে অগ্রগতির এই সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ঐতিহ্য ও উৎকর্ষের ধারাবাহিকতা রক্ষা করছে। আমরা শিক্ষার মান ও গবেষণায় আরও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত বিশ্ব র‌্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025