শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র দুই জেনারেল এখন মোদির আশ্রয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা তদন্তে মেহেরপুরে ট্রাইব্যুনালের কর্মকর্তা ফেসবুকে ভুয়া প্রার্থী তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপাতে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার: প্রধান উপদেষ্টা

মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন

ফেসবুক ব্যবহারকারীদের জন্য এল সুখবর। এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে মনিটাইজেশন সুবিধা পাওয়া যেত। তবে এবার ফলোয়ার না থাকলেও নতুনরা ফেসবুক থেকে আয়ের সুযোগ পাচ্ছেন। শুধু একটি শর্ত মানতে হবে—আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থিতি প্রমাণ করতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা কঠিন হতে পারে। এজন্য যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কনটেন্ট তৈরি করছেন, তারা ফেসবুকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কারও ইউটিউব চ্যানেল, টিকটক একাউন্ট বা অন্য কোনো সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করেন, তবে সেই লিংক শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে পারবে।

আবেদন করার নিয়ম:

প্রথমে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার (YouTube, TikTok ইত্যাদি) লিংক কপি করুন।

ফেসবুকে গিয়ে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড-এ প্রবেশ করুন।

সেখানে Monetization → I’m interested অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের তথ্য ও সোশ্যাল মিডিয়ার লিংক জমা দিন।

কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে। উপযুক্ত মনে হলে আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ দিক:

ফলোয়ার কম বা না থাকলেও সমস্যা হবে না।

নতুন প্রোফাইল বা পেজ থেকেও আবেদন করা যাবে।

নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারলেই মনিটাইজেশন অনুমোদনের সম্ভাবনা বাড়বে।

ফেসবুক জানিয়েছে, তারা নতুনদের পাশে থাকবে এবং মনিটাইজেশন পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।

ফলে, যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং ইতিমধ্যেই অন্য কোনো প্ল্যাটফর্মে সক্রিয়, তারা ফেসবুকের এই নতুন সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে আয় শুরু করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024