শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা কঠিন হতে পারে। এজন্য যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কনটেন্ট তৈরি করছেন, তারা ফেসবুকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কারও ইউটিউব চ্যানেল, টিকটক একাউন্ট বা অন্য কোনো সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করেন, তবে সেই লিংক শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে পারবে।
আবেদন করার নিয়ম:
প্রথমে আপনার অন্য সোশ্যাল মিডিয়ার (YouTube, TikTok ইত্যাদি) লিংক কপি করুন।
সেখানে Monetization → I’m interested অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের তথ্য ও সোশ্যাল মিডিয়ার লিংক জমা দিন।
কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে। উপযুক্ত মনে হলে আপনাকে মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ দিক:
নতুন প্রোফাইল বা পেজ থেকেও আবেদন করা যাবে।
নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারলেই মনিটাইজেশন অনুমোদনের সম্ভাবনা বাড়বে।
ফেসবুক জানিয়েছে, তারা নতুনদের পাশে থাকবে এবং মনিটাইজেশন পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।