শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের শুরুতেই একাধিক দেশের কূটনীতিকরা প্রতিবাদস্বরূপ হল ত্যাগ করেন। গাজায় চলমান যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদেই এই ওয়াকআউট বলে জানানো হয়েছে।
শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, নেতানিয়াহু মঞ্চে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেক কূটনীতিক তাড়াহুড়ো করে বেরিয়ে যান।
এর আগে, জাতিসংঘে ফিলিস্তিনি মিশন বিশ্ব নেতাদের কাছে চিঠি পাঠিয়ে নেতানিয়াহুর বক্তৃতা বয়কট করার আহ্বান জানিয়েছিল। তারা নেতানিয়াহুকে “যুদ্ধাপরাধী” আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৮০ শতাংশেরও বেশি ছিলেন বেসামরিক নাগরিক।
এই সময়ে গাজার প্রায় পুরো জনসংখ্যাই অন্তত একবার গৃহহীন হয়েছে। বিমান হামলা ও স্থল অভিযানে ধ্বংস হয়েছে হাজারো ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল।
জাতিসংঘের সাধারণ পরিষদের এই প্রতিবাদ বিশ্বমঞ্চে ইসরাইলের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরূপ মনোভাব এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সংহতির প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।