শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট আদালতে স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষাসংক্রান্ত স্বাধীনতা হরণের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির সরকারি তহবিল স্থগিত করেছে এবং অন্যান্য পদক্ষেপ নিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানায়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকার যেন অর্থনৈতিক হুমকি না দিতে পারে, সে লক্ষ্যে মামলাটি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, এ ধরনের হুমকি বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর এবং বেআইনি। মামলার আরেকটি লক্ষ্য হলো ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া তহবিলগুলো ছাড় করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা-সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের যে জোট মামলাটি করেছে, তাদের ভাষ্য, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দেওয়ার জন্য একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

এই হুমকিগুলো মূলত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রতি অবজ্ঞা।

 

এ মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024