শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
বিশ্বের বৃহৎ দুই অর্থনৈতিক শক্তির মধ্যে প্রযুক্তি প্রতিযোগিতা এখন দৃশ্যমান। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট এবং ডিপ রোবটিকস যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে উন্নতমানের এআই ও রোবট তৈরি করছে। এসব প্রযুক্তি শুধু বিকল্প নয়, বরং বৈশ্বিক বাজারে কার্যকর প্রতিযোগী হিসেবেও বিবেচিত হচ্ছে।
চীনের কমিউনিস্ট পার্টি তথ্যকে ‘মূলধন’ হিসেবে বিবেচনা করে এবং পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) দেশটিতে নিষিদ্ধ। ফলে চীন নিজস্ব সমতুল্য অ্যাপ ও প্রযুক্তি তৈরি করেছে — যেমন হোয়াটসঅ্যাপের বিকল্প উইচ্যাট, চ্যাটজিপিটির বিকল্প ডিপসিক, এবং বোস্টন ডায়নামিকস-এর রোবটের প্রতিযোগী ডিপ রোবটিকস।
প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট, যা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত, ১৯৯৯ সালে কিউকিউ নামক মেসেজিং অ্যাপ এবং ২০১১ সালে বহুল ব্যবহৃত উইচ্যাট চালু করে। পরবর্তীতে উইচ্যাট-এ পেমেন্ট সুবিধা যুক্ত হওয়ায় এটি চীনে অ্যাপল পে-এর বিকল্প হয়ে ওঠে। বর্তমানে উইচ্যাট মাসে ১ বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীর কাছে একটি “সবকিছু-অ্যাপ” হিসেবে পরিচিত, যার মাধ্যমে টাকা লেনদেন থেকে শুরু করে ট্যাক্সি ডাকা পর্যন্ত সব কিছু করা যায়।
অন্যদিকে, ২০১৮ সালে আলোচনায় আসে ডিপ রোবটিকস, যখন তারা তাদের প্রথম চার-পায়ের রোবট কুকুর উন্মোচন করে। বোস্টন ডায়নামিকসের রোবটের সঙ্গে তুলনীয় এই কুকুররূপী রোবট পরে স্বয়ংক্রিয় চার্জ নেওয়া, শিল্প তদারকি, উদ্ধার ও অগ্নিনির্বাপন কাজে সক্ষম হয়। এমনকি ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমেও এই রোবটগুলো ব্যবহার করা হয়েছে।
২০২৪ সালে ডিপ রোবটিকস তাদের প্রথম মানবসদৃশ রোবট ডিআর০১ উন্মোচনের ঘোষণা দেয়, যা তাদের রোবটিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তির এই দ্বৈরথ আগামী দিনে শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বৈশ্বিক প্রযুক্তি ল্যান্ডস্কেপকে আমূল পরিবর্তন করে দিতে পারে।