শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল বাজেট দ্বন্দ্বে তহবিল বন্ধ, অনির্দিষ্টকালের শাটডাউনে যুক্তরাষ্ট্র দুই জেনারেল এখন মোদির আশ্রয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা তদন্তে মেহেরপুরে ট্রাইব্যুনালের কর্মকর্তা ফেসবুকে ভুয়া প্রার্থী তালিকা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর অগ্নিসংযোগের দায় বিএনপি-জামায়াতের ওপর চাপাতে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর প্রচার: প্রধান উপদেষ্টা

পাখি ডিম পাড়ায় মাঠ বন্ধ থাকবে এক মাস!

অনেক সময়ই দেখা যায় মাঠে কোনো প্রাণী ঢুকে গেলে স্বল্প সময় খেলা বন্ধ থাকে। তবে এবার এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেলো অস্ট্রেলিয়ায়। পাখি ডিম পাড়ার কারণে এক মাস খেলা বন্ধ রাখতে হচ্ছে খেলার মাঠ।

অবশ্য তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে। যেই পাখিটি ডিম পেড়েছে সেটি সংরক্ষিত একটি দেশি প্রজাতির পাখি ‘প্লোভার’। তাদের রক্ষায় সক্রিয় হতেই এমন সিদ্ধান্ত। এখন মাঠ থেকে ডিম সরানোর দরকার হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে কতৃপক্ষকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন মাঠের একদম মাঝে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। যে কারণে তাদের ম্যাচটি সরিয়ে নেওয়া হয় অন্য মাঠে।

স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে। যে কারণে মাঠটি বন্ধ থাকতে পারে ২৮ দিন। স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের অন্য একটি মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সাধারণত শান্ত প্রকৃতির হলেও বাচ্চা ফোটার পর চরম রক্ষণশীল ও আক্রমণাত্মক হয়ে ওঠে প্লোভার পাখি। এ সময় বাসার আশপাশে কেউ এলেই পাখিগুলো ডানা ঝাপটাতে থাকে, জোরে চিৎকার করে এবং কখনও কখনও ঝাঁপিয়ে পড়ে তাদের তাড়িয়ে দেয়। ছানাদের সুরক্ষা নিশ্চিত করতেই তারা এমন আচরণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024