সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

টানা ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আগামী ১২ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং সেদিন রাতেই ফলাফল ঘোষণা করা হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১ সেপ্টেম্বর
আপত্তি জানানোর শেষ সময়: ৪ সেপ্টেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর
মনোনয়নপত্র বিতরণ ও জমা: ১৪–১৬ সেপ্টেম্বর
যাচাই–বাছাই: ১৮ সেপ্টেম্বর
প্রার্থীদের প্রাথমিক তালিকা: ২১ সেপ্টেম্বর
মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এর পর থেকে মোট ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025