শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ির দুলুছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ির দীঘিনালা থানার ওসি জাকারিয়া। তিনি জানান, জনসংহতি সমিতি (জেসএস) মূল দল ও ইউনাইটেড ডেমোক্রেটিভ ফন্ট (ইউপিডিএফ ) এর মধ্যে এ ঘটনা ঘটে। এতে  ইউপিডিএফ চারজন নিহত হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষ  মুখোমুখি অবস্থানে ছিল বলেও জানান তিনি।

তবে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীঘিনালার ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনও সম্পৃক্ততা নেই। এ বিষয়ে আমরা অবগত নই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024