শুক্রবার, ১১ Jul ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
দ্য টাইমস অব ইসরায়েল এবং ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মিসাইল হামলায় তিনজন গুরুতর আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।
এই খবর আসার সময় পর্যন্ত, ইসরায়েল জুড়ে তৃতীয় দফা হামলার সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, এই মিসাইলগুলো ইরান থেকে ছোড়া হয়েছে। তবে, এখনও পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইতোমধ্যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।
তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে কিছু নিশ্চিত ঘোষণা আসেনি।